নাহেলের দেহ কফিন বিলাসী

পুলিশের উচ্ছৃঙ্খল গুলিবিদ্ধ করল
১৬ বছরের নাহেলের দেহ
তার দেহ নিথর হলো মাটিতে
বাঁচার শেষ আকুতি ব্যর্থ
যেন পুরো জাতি গুলিবিদ্ধ রক্তাক্ত।
প্রবাহিত রক্তক্ষরণ একটি পরিবারে
যে হিংসা, ঘৃণা কিংবা ক্ষোভের জন্ম দেয়
একমাত্র ন্যায়বিচারই তা রোধ করতে পারে,
কিন্তু একটি মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়
তা অপূর্ণ থেকে যায়।

কিছু উচ্ছৃঙ্খল স্বার্থান্বেষী যখন
প্রতিবাদের নামে ধ্বংসযজ্ঞে মেতে ওঠে
আগুনে পোড়ায় গাড়ি দোকান আর রাষ্ট্রীয় সম্পদ
লুটপাটে মেতে উঠে যখন তারা
তখনো নাহেলের নিথর দেহ কফিন বিলাসী
ফিরে আসে না আর প্রাণোচ্ছল দেহে।
হয়তো একটি বার্তা পৌঁছে যায় রাষ্ট্রযন্ত্রের প্রতিটি পরতে পরতে।
যদি তাই হয় তবে এবার বন্ধ হোক
আন্দোলনের নামে বিচারের দাবিতে
আগুন, ভাঙচুর, লুটপাট আর সব অন্যায়।
রাষ্ট্রের চূড়ান্ত ন্যায়বিচার নিশ্চিত হোক
পুলিশের উচ্ছৃঙ্খল গুলির‌ বিরুদ্ধে
সুদৃঢ় হোক সাম্য-মুক্তি-ভ্রাতৃত্ব বন্ধন।