নরওয়েতে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল সবাই মিলে উপভোগ

ট্রফি হাতে অস্ট্রেলিয়ার উৎসবএএফপি

বিশ্বকাপ ফাইনাল কিংবা এ রকম বড় খেলা টিভি পর্দায় একা একা দেখে বাংলাদেশিদের ঠিক যেন জমে না। খেলাপ্রেমী বাংলাদেশিদের আনন্দই হলো বন্ধুবান্ধব, পরিবার-পরিজন নিয়ে হইচই করে খেলা দেখা। তা যদি হয় বড় পর্দায়, তাহলে তো আর কথাই নেই। নরওয়ের স্টাভাঙ্গার সিটি ও তার আশপাশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এবার সে সুযোগই নিয়ে এল বাংলাদেশ সোসাইটি অব রোগাল্যান্ড (বিএসআর)। স্থানীয় একটি কমিউনিটি হলে বড় পর্দায় ১৯ নভেম্বরের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজন করে বিএসআর। দিনটি রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাড়তি মাত্রা যোগ হয়।

খেলা শুরু হয় নরওয়ে সময় সকাল সাড়ে নয়টায়। উইকএন্ডের সকালের অলস ঘুম থেকে উঠেই সোজা চলে আসতে থাকে লোকজন।

সকালের নাশতা সারেন সবাই একসঙ্গে। বাইরে হিম হিম ঠান্ডা আর ঘরের ভোতরে আমরা ধূমায়িত চা আর আড্ডায় চোখ রাখি টিভি পর্দায়। খেলার ছোট বিরতিতে চা, স্ন্যাকস আর বড় বিরতিতে জম্পেশ মধ্যাহ্নভোজ। ছোট ছোট বাচ্চারা একসঙ্গে নিজেদের মতো মজা করে। প্রবাসের এ ব্যস্ত রুটিনের মধ্যে অন্য রকম একটি দিন। খেলা দেখার সুবাদে একসঙ্গে দিনভর বন্ধুবান্ধব–পরিবার নিয়ে হাসি–আনন্দে কেটে যায় দিনটি। দিন শেষে ভারতকে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।