টরন্টো পেল প্রথম নারী মেয়র, বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হলেন ১৫তম
কানাডার টরন্টোর মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন অলিভিয়া চাও। আজ এ ফল ঘোষণা করা হয়েছে। তিনি হচ্ছেন টরন্টোর প্রথম ‘নারী’ এবং ‘ভিজিবল মাইনোরিটি’ মেয়র। ৬৬ বছর বয়স্ক নবনির্বাচিত মেয়র অলিভিয়া ১৩ বছর বয়সে হংকং থেকে মা–বাবার সঙ্গে কানাডায় এসে বসবাস শুরু করেন।
অলিভিয়া চাও কাস্ট হওয়া ভোটের মধ্যে ৩৭ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। এবার টরন্টোর মেয়র নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০১ জন প্রার্থী। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আহমেদ শরীফ ৮১৪ ভোট পেয়ে ১৫তম স্থান লাভ করেছেন।