আমার প্রেমিকা

অলংকরণ: মাসুক হেলাল

সারা দিনে লাল টগবগে গোলাপের পাপড়িতে

একটু একটু করে বেশ তো ধুলো জমেছে।

শেষ বিকেলের ঝুলন্ত সূর্যটি অসম্ভব চকচকে

সেটিও পালিয়ে যাচ্ছে ধুলো জমা গোলাপকে রেখে।

খুব দ্রুত এবং তাড়াতাড়ি নেমে আসা কর্কশ সন্ধ্যায়

গোলাপের এমন দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে আমার প্রেমিকা পেছনে দাঁড়িয়ে।

সূর্যের চলে যাওয়া পথ জানতে পারেনি প্রেমিকা

কুঁড়েঘরে শিশুর বুভুক্ষিত হাহাকারে নোংরা গোলাপের পাপড়িগুলো খসে পড়ে।

লাল পাপড়ি অন্য কোথাও নেই,

আরও আগে বা দূরে কোনো বৈদ্যুতিক রূপরেখাও নেই,

ভিড় করা তারার আকাশে ফিরে ফিরে তাকায় প্রেমিকা।

যে একবার আমার,

বছরের পর বছর আমার,

যুগে যুগে আমার,

জীবন হতে জীবনে আকৃষ্ট আমার।

শোরগোল দিয়ে তৈরি নয় এ প্রেমিকা

আমার সঙ্গে মিত্রতায় ভরা।

আমার শোকেও চলে আসে রমনা পার্কে,

ভুলে যাই কুয়াশার ঘূর্ণি আর তারার অভাব।

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]