সিডনির বাংলাদেশ মিশনে শেখ রাসেল দিবস উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করেছে সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের সিডনির কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উদ্‌যাপন আয়োজনে বিশেষ প্রার্থনার পর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির প্রতিপাদ্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা আয়োজিত হয়।

এরপর সিডনির স্থানীয় বাংলাদেশি শিশু-কিশোরদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শেষে উপস্থিত শিশু-কিশোরদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু–কিশোরদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।