অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন

এফ এম বোরহান উদ্দিনছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা

বাংলাদেশ সরকারের নতুন হাইকমিশনার হিসেবে অস্ট্রেলিয়ায় দায়িত্ব গ্রহণ করেছেন এফ. এম. বোরহান উদ্দিন। গত ২৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ মিশনের দায়িত্বভার গ্রহণ করেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাইকমিশনার বোরহান উদ্দিন ১৯৯৫ সাল থেকে পররাষ্ট্র ক্যাডারে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সৌদি আরবের জেদ্দা ও তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন।

নবনিযুক্ত হাইকমিশনার

কূটনৈতিক কার্যক্রমে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আসছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।