চীনে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীরা

ছবি: লেখক

চীনের গুইঝৌ প্রদেশে ২ থেকে ৮ জুলাই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৩’। এতে স্থানীয় সরকারের আমন্ত্রণে বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ ইভেন্টের উদ্দেশ্য হলো বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতির বিনিময় জোরদার এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়ানো।

ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামটি চীনের গুইঝৌ প্রদেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি গুইঝো প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের সহযোগিতায় খায়লি বিশ্ববিদ্যালয় আয়োজন করে।

ছবি: সংগৃহীত

চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের পরিচালক ছেন ওয়েনেই, ছিয়ানডংনান পিপলস গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল শু লং, ছিয়ানডংনান এডুকেশন ব্যুরোর পার্টি গ্রুপের সদস্য ঝাং ওয়েনলিয়াংসহ খায়লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উদ্বোধনী পর্বে অংশ নেন।

ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে দুজন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁরা হলেন চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং বেইজিং চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান।

ছবি: লেখক

এই ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুব প্রতিনিধিরা চীনা সংস্কৃতি, চীনা জাতীয় রীতিনীতি, বিভিন্ন সংস্কৃতি বিকাশ, গুইঝৌ প্রদেশের দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ উন্নয়ন, বিশেষ করে দক্ষিণ-পূর্বে গুইঝৌ প্রদেশে বসবাসরত মিয়াও এবং তং সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনযাত্রার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে।

বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশ থেকে আসা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন যুব প্রতিনিধি এ ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশগ্রহণ করেন।