প্রশ্ন
মাঝে মাঝে মনে হয়
আছি কেন বেঁচে?
কী এমন কাজ যেটা
করা হয়নি যে?
মাঝে মাঝে মনে হয়
এ কেমন প্রাণ?
খুশি নেই, হাসি নেই
নেই সুর, গান।
মাঝে মাঝে মনে হয়,
আছি কেন বেঁচে?
কেন যন্ত্রণাময়
জীবন অবশেষে?
মাঝে মাঝে মনে হয়
কী এমন হতো?
হতে যদি পারতাম
সকলের মতো।
মাঝে মনে হয়,
কেন আমি মোটা?
ছোট–বড় সব্বাই
দেবে শুধু খোঁটা।
মাঝে মাঝে মনে হয়
কেন আমি খাটো?
কেন শুধু সবারই
পিছে পিছে ছোট?
মাঝে মাঝে মনে হয়
আছি কেন বেঁচে?
কী এমন কাজ যেটা
করা হয়নি যে?