অভিশাপ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তফাইল ছবি

একি দুঃসহ বেদনা সইতে যে আর পারছি না,

পারছি না দেখতে মায়েদের হৃদয়বিদারক কান্না।

এ কেমন সময় দেখালেন বিধাতা কোন সে অপরাধে,

ওরা তো গিয়েছিল সেথায় শুধুই বিদ্যা অর্জনের স্বার্থে।

তবে কেন এমন হলো?

প্রশিক্ষণের যুদ্ধবিমান কেন ওদেরই ওপর বিধ্বস্ত হলো?

কে দেবে এই প্রশ্নের উত্তর? কে করবে জবাবদিহি জাতির কাছে?

প্রশ্নবিদ্ধ সরকার আজ গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে।

কে নেবে এই নিষ্পাপ শিশুদের অকালমৃত্যুর দায়ভার?

ব্যর্থতায় পর্যবসিত এই অন্তর্বর্তীকালীন সরকার।

বছর ঘুরে এল স্বৈরাচারীর পতন, তবু হলো না তেমন সংস্কার,

অপারগ দিতে নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার।

উপরন্তু চলছে সত্য গোপন চলছে মিথ্যা প্রচার,

নিষ্পাপ শিশুদের লাশ গুম করা অপচেষ্টার।

এরা কি মানুষ? নাকি মানুষরূপের মুখোশধারী এলিয়েন,

বিবেক কি লোপ পেয়েছিল নিতে শত শত প্রাণের বলিদান?

এমন দুঃসময়েও রাজনীতির রঙ্গমঞ্চে চলছে খেলা অবিরাম,

ভুলে গেছে ওরা একদিন চুকাতে হবে এই সন্তান-হারা মা-বাবাদের অশ্রুর দাম।

মাইলষ্টোন স্কুল ও কলেজের শত শত ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের বিলাপ,

ভুলবে না জাতি সাক্ষী রবে ইতিহাসে সেই অভিশাপ।

*জাহান সৈয়দ মিনা, ওকভিল, অন্টারিও, কানাডা

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]