লন্ডনে প্রদর্শিত হলো ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’
যুক্তরাজ্যে বাংলাদেশ ও ভারতের হাইকমিশন যৌথভাবে ১০ ডিসেম্বর সেন্ট্রাল লন্ডনের একটি বেসরকারি থিয়েটার ‘কোর্টহাউস’ হোটেলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বায়োপিকের প্রধান উপদেষ্টা গওহর রিজভী, স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
গওহর রিজভী বলেন, ‘চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক দলিল যা বঙ্গবন্ধুর জীবনকাহিনী ও দীর্ঘ সংগ্রামের সারমর্মকে ধারণ করে। মুভিটির আন্তর্জাতিকভাবে প্রশংসিত পরিচালক শ্যাম বেনেগাল আড়াই বছরে বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের দীর্ঘ ইতিহাসকে সংযোজন করে ঐতিহাসিক বিষয়বস্তু অক্ষুণ্ণ রাখার চমৎকার কাজ করেছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চলচ্চিত্রটি নির্মাণ করেছে। চলচ্চিত্রটি বাংলাদেশে ১৩ অক্টোবর মুক্তি পায় এবং ভারতে মুক্তি পায় চলতি বছরের ২৭ অক্টোবর।
আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউস অফ লর্ডসের সদস্য, কূটনীতিকরা, ব্রিটিশ শিক্ষাবিদ, সাংবাদিক ও অনেক ব্রিটিশ–বাংলাদেশি–এশীয় তরুণরা।