তুমি বলছো না মন থেকে

অলংকরণ: মাসুক হেলাল

কতবার বলেছি এই মনকে এবার ভুলে যা ওকে,
প্রতিবার বলেছে মন ‘তুমি বলছো না মন থেকে।’
বিরহ বেদনায় মর্মাহত হৃদয় শোনে না তো কিছু,
ভুলতে চাইলেই যে বেইমান স্মৃতিগুলো নেয় পিছু।
কেমনে ভুলি সেই অকারণ চঞ্চলতা, প্রাণের সেই হরষ,
মেহেদীর সুগন্ধে ভরা রাঙা দুটি হাতের উষ্ণ পরশ।
শূন্যতার তিক্ত রসে বিতাড়িত বিস্বাদ এই জীবন,
কষ্টে অভিমানে পারি না রুধিতে দুই নয়নের বরিষন।
স্মৃতির অন্ধকারেই তবে জেগে উঠুক বেলা,
সাঙ্গ হোক ভালোবাসার সুরে বাঁধা স্বপ্নের খেলা।
নতুন আলোর রশ্মিতে আজ দুচোখে লাগুক ধাঁধা,
মুছে যাক স্মৃতি অবশিষ্ট রয় না যেন হৃদয়ে বাধা।
দ্বিধা নেই স্বপ্ন বুনতে, আকাঙ্ক্ষা ও থাকুক অপার,
যদিও নিশ্চয়তা নেই নির্মল ভালোবাসা পাওয়ার।
পারবে সইতে এ মন যদি আবার ও ভেঙে যায়,
হয়তো সে আসবে ফিরে ছিলেম সেই ক্ষীণ আশায়।
কিন্তু সে চলে গেল একবারও পিছু ফিরে চাইল না,
প্রতিটি পদক্ষেপে মাড়িয়ে গেল মোর সকল বাসনা।
তাই বার বার বলি এই মনকে, এবার ভুলে যা ওকে,
আবারও মন বলে আমায় ‘তুমি বলছো না মন থেকে।’