সুইজারল্যান্ডের বার্নে মহান বিজয় দিবস উদ্যাপিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ১৬ ডিসেম্বরে ৫১তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। স্থানীয় একটি অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও তাদের পরিবারের উদ্যোগে চমৎকার একটি বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীন ব্যক্তিত্ব শরীফ, নজরুল ইসলাম, মশিউর রহমানসহ আরও অনেকে। আলোচনায় অনুষ্ঠানে দেশ ও জাতির অগ্রগতি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা আরও সমৃদ্ধশালী হোক, বক্তারা সে আশাবাদ ব্যক্ত করেন।
দুপুরের খাবার শেষে ছোট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং বিজয় দিবসের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতিকুর রহমান সুজন, সঞ্চালনায় ছিলেন মিয়া সাব্বির রনি। বিজ্ঞপ্তি