সিডনিতে নতুন বাংলাদেশি কনসাল জেনারেল
অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনিতে নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিয়েছেন মো. সাখাওয়াৎ হোসেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি কার্যালয়ের হয়ে দেশটির নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
গত ২৬ জুন তিনি সিডনিতে যোগদান করেছেন। পূর্বের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি।
সিডনিতে কনসাল জেনারেলের দায়িত্ব গ্রহণের পূর্বে মো. সাখাওয়াৎ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিদর্শন প্রটোকলের উপপ্রধান এবং পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সাল থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবার সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি কেনিয়া ও সাউথ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। তাঁকে মরিশাসের পোর্ট লুইসে নতুন একটি বাংলাদেশ মিশন খোলার দায়িত্ব দেওয়া হয়েছিল।
এ ছাড়া তিনি ভারতের ত্রিপুরায় বাংলাদেশের প্রথম সহকারী হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সাখাওয়াৎ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।