ফ্রাঙ্কফুর্টে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফ্রাঙ্কফুর্টে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। গত শনিবার (২৭ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট গালুস সালবাউ হলে জার্মানির ঐতিহ্যবাহী বাংলাদেশি কমিউনিটির বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈশাখী আড্ডায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেন। কমিউনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের কর্ণধার কাইউম চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তাঁকে উপস্থাপনায় সহযোগিতা করেন জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন। এরপর গান, নাচ, আবৃত্তি, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গান গেয়ে পর্যায়ক্রমে দর্শক–শ্রোতাকে মাতিয়ে রাখেন তাপসী রায়, শিউলি ফিরোজ, নিম্মি কাদের, তনিমা তাসনিন রানু, হারুন, সীমু, এসএম লুৎফর এবং পপ তারকা সেঁজুতি। নৃত্য পরিবেশন করেন ইস্মিতা চক্রবর্তী। নতুন প্রজন্মের আকর্ষণ ছিল তানভির চৌধুরীর গান। ছিল বাঙালির ঐতিহ্যবাহী রসনা বিলাস।

বাঙালি পোশাকে সেজে এসেছিলেন সব বয়সের নারী–পুরুষ। গানে, নৃত্যে আর আড্ডার তালে সবাই গেয়েছেন শিল্পীদের সঙ্গে। জার্মান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীকে সম্মাননা হিসেবে বাংলাদেশের পতাকাখচিত প্রতীক তুলে দেওয়া হয় সংগঠনের নেতাদের।