মালিতে জাতিসংঘ শান্তি পদক পেলেন পুলিশের শান্তিরক্ষীরা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তি রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বানএফপিইউ-২, রোটেশন-৪) ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তি পদক পেয়েছেন। গত বুধবার সকালে (২৮ নভেম্বর) মালির জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের পুলিশপ্রধান পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বুগানি পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তি পদক পরিয়ে দেন।

বানএফপিইউ-২–এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, প্রধান অতিথিকে হেলিপ্যাডে ফুলেল শুভেচ্ছা জানান ও মোটর শোভাযাত্রার মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে নিয়ে আসেন। সেখানে প্যারেড কমান্ডার বানএফপিইউ-২–এর অপারেশন্স অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল প্রধান অতিথিকে জেনারেল সালাম দেন এবং মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। এ সময়ে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের বিভিন্ন কর্মকর্তা ও মালির স্থানীয় ব্যক্তিরা।

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ১৪০ জন সদস্যকে পদক পরিয়ে দেন। পদক বিতরণ শেষে শাহিনুর আলম খান তাঁর বক্তব্যে মালিতে শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের অসামান্য কৃতিত্ব ও অবদানের বিষয় উল্লেখ করে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মালির শান্তি রক্ষায় কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিকূল পরিবেশেও অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে মালির শান্তি রক্ষায় কাজ করার জন্য এবং স্থানীয় জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করার জন্য সংশ্লিষ্ট সদস্যের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাঁদের দক্ষতা ও পেশাদারত্বেরও ভূয়সী প্রশংসা করেন।