ফিনল্যান্ডে বসছে বাংলাদেশিদের মিলনমেলা, ফিনবাংলা ক্রিকেটে এবার ২২ দল
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য ফিনবাংলা এক ভালোবাসার নাম। শুধু ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই নয়, এটি বাংলাদেশিদের কাছে পরিচিত এক বাৎসরিক মিলনমেলা হিসেবেও। সময়ের পরিক্রমায় এবারের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ ও ২৩ জুলাই ফিনল্যান্ডের লেকবেষ্টিত সুন্দর শহর কুওপিওতে।
আয়োজনে থাকছে কুওপিওতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি অ্যাসোসিয়েশন কুওপিও, সংক্ষেপে বাকু’ ও তাদের ক্রীড়া সংগঠন ‘কুওপিওন টাইগার্স’।
আসন্ন ক্রিকেট টুর্নামেন্টের কারিগরি সহযোগিতায় আছে ফিনল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত আর্টিক ওলভস ক্রিকেট ক্লাব এবং স্পনসর সহযোগী হিসেবে আছেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির বাংলাদেশি সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব নূরের জামান ভূঁইয়ার সংগঠন ‘সংবাদ ২১ডটকম’।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিনল্যান্ডের প্রায় সব বড় বড় শহর থেকে ২২টি দল ইতিমধ্যে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে, যা ফিনবাংলার ইতিহাসে এক মাইলফলক।
প্রতিযোগী দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন কোক্কোলা স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ মালমি সুপারনোভা ছাড়াও অংশ নিচ্ছে হেলসিংকি টাইগার্স, সিপো ইলেভেন, ওতানিয়েমি ম্যাভেরিকস, ভানহা কাউপুনকি, সাউদার্ন কিংস, উসিমা এভেঞ্জার্স, ভান্তা কিংস, রয়েল স্ট্রাইকার, টিম ইউয়েনসু, টিম ইউভাস্কুলা, পিয়েতারসারি, ভাসা প্রিডেটার্স, তাম্পেরে, তুর্কু টাইগার্স, ইউভাস্কুলা, সাইমান গ্ল্যাডিয়েটর্স, আবো কাউবয়স, ডোমুস তাম্পেরে, ওউলু আর্কটিক টাইগার্স এবং আয়োজক দল কুওপিওন টাইগার্স।
আয়োজক কমিটি জানিয়েছে, ‘এবারের আসরে আমরা আশা করছি, হাজারো বাংলাদেশি ছোট এই শহরে আসবেন খেলা উপভোগ করতে এবং ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দেখাসাক্ষাৎ করতে।
এত লোকজনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালনা করা খুবই চ্যালেঞ্জিং! তবে, আশার কথা হচ্ছে আমাদের একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক আছেন, যাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুওপিওর গত ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম এত বাংলাদেশি লোকজনের আগমন ঘটবে, যার সাক্ষী হতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে।’
তারা আরও বলেছে, ‘আমরা এ আসরে খেলছি প্রায় চার বছর। ভালো লাগছে নিজের শহরে আয়োজনের অংশীদার হতে। দল হিসেবে আমরা আশা করছি, এবার নিজেদের মাঠে ভালো কিছু করার।’
প্রায় এক যুগ আগে ২০১২ সালে তাম্পেরে শহরে ওতানিয়েমি, ইউভাস্কুলা, পিয়েতারসারি এবং আয়োজক দলসহ চারটি দল নিয়ে শুরু হওয়া ফিনবাংলা আজ ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি জনগোষ্ঠীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।
এতে খেলা উপভোগের পাশাপাশি মাঠের পাশের বিভিন্ন রকম বাংলাদেশি খাবারের দোকান থেকে দেশি স্বাদের মিষ্টি, ঝালমুড়ি, ছোলা, পেঁয়াজু, শিঙাড়া, হালিম, চটপটি, ফুচকাসহ দেশীয় মুখরোচক খাবার পরখ করার সুযোগ রয়েছে।