হইহুল্লোড়ে কাটল অস্ট্রিয়ার ইন্সব্রুকের বাংলাদেশীদের পুনর্মিলনী

জার্মানি ও ইতালি ঘেঁষে অবস্থিত আল্পস পর্বতমালা ঘেরা অস্ট্রিয়ার টিরলে বাস করেন বেশ কিছু বাংলাদেশি। অনেকে এসেছেন অনেক বছর হয়েছে। অস্ট্রিয়ার পাসপোর্ট পেয়েছেন অনেকে। পরিবার বড় হয়েছে অনেকের। নতুন অনেকে অস্ট্রিয়ায় এসেছেন। অনেক বছর একসঙ্গে সবার বসা হয় না। সবাই কাজ নিয়ে ব্যস্ত। এমননি ট্রাম বা বাসে সামনে বসে রয়েছেন। কিন্তু একজনের সঙ্গে আরেকজনকে পরিচয় নেই। বাংলাদেশি কিনা তাও অনেক সময় বোঝার সুযোগ নেই। এসব কিছু অনুধাবন করে কয়েকজনের উদ্যোগে গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে বাংলাদেশীদের মিলনমেলার আয়োজন করা হয়। অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরের ফুন্টাসি নামের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলে। অনুষ্ঠানে অস্ট্রিয়ায় বসবাসরত নতুন-পুরাতন বাংলাদেশী এবং ভারতের কলকাতার কিছু পরিবার অংশ নেন।

ওইদিন দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়। এরপর আয়োজন করা হয় বিভিন্ন ইনডোর ইভেন্টের।

ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, মুখে কথা না বলে নির্ধারিত একটি বিষয় স্বামী তার স্ত্রীকে বোঝানো এবং নারীদের বালিশ প্রতিযোগিতা। এরপর ছোট সোনামণিদের উৎসাহ দিতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ছবি আঁকার ১০টি করে রং কলম। শেষে কয়েকজন প্রবাসীর গান গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

এই পুনর্মিলনীতে বক্তরা বলেন, এ রকম অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকের বাচ্চা হয়েছে।

কিন্তু বাংলাদেশি পরিবারের এক শিশু আরেক শিশুকে চেনে না। এমনকি একই গাড়িতে করে যাচ্ছেন, এক প্রবাসী আরেক প্রবাসীকে চেনেন না। এ ছাড়া বাঙালি সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছর এরকম অনুষ্ঠানের আয়োজন করার কোনো বিকল্প নেই বলে তুলে ধরা হয়। পরবর্তীতে এ শহরের প্রবাসীরা একত্রিত হয়ে আগাম সভার করে পরিকল্পনার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]