সিডনিতে আরেক বাংলাদেশি ডেপুটি মেয়র নির্বাচিত

ইব্রাহিম খলিল মাসুদ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। ৫ সেপ্টেম্বর কাউন্সিল নির্বাচনে নতুন মেয়াদে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ বর্তমান সরকারদলীয় লেবার পার্টির কাউন্সিলর ক্যারেন হান্টের কাছ থেকে পদটি গ্রহণ করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি মেয়রের পদে দায়িত্ব পালন করবেন ইব্রাহিম খলিল মাসুদ।

সিডনির সিটি কাউন্সিলগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশি–অধ্যুষিত ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ইব্রাহিম খলিল মাসুদ। সিডনির স্থানীয় বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ ইব্রাহিম খলিল মাসুদ। তিনি বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলা সদরে জন্মগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার মূল ধারার সরকারব্যবস্থায় ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়াকে বিশেষ সম্মানের মনে করছেন ইব্রাহিম খলিল মাসুদ। মুঠোফোনে এই প্রতিবেদককে নবনির্বাচিত বাংলাদেশি ডেপুটি মেয়র বলেন, ‘আমার প্রতি যাঁরা সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন, আমি তাঁদের সবার জন্য কাজ করার প্রতিজ্ঞা করছি। বাংলাদেশি হিসেবে বাংলাদেশিদের হয়ে প্রতিনিধিত্বমূলক অবস্থান থেকে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। সবার কাছে দোয়া চাই।’

এদিকে, ইব্রাহিম খলিল মাসুদকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের পুনর্নির্বাচিত মেয়র জর্জ গ্রেস বলেন, ‘আমাদের কাউন্সিলে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ডেপুটি মেয়র পেয়ে আমরা একটা ইতিহাসে যুক্ত হলাম। খলিল আমাদের এক তরুণ কাউন্সিলর। ইতিমধ্যেই তিনি চমৎকার কাজ করেছেন। অভিনন্দন জানাই এবং আগামী ১২ মাস একসঙ্গে কাজ করার আশা রাখছি।’

এর আগে সিডনিতে আরেক প্রবাসী বাংলাদেশি সুমন সাহা কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।