আকাশের রং

অলংকরণ: মাসুক হেলাল

উষাকালের মিষ্টি আলোয় স্বপ্নিল ওই গগন,
রাঙা রবি রং মেলাল ছড়িয়ে তার কিরণ।
প্রজাপতি খেলা করে রঙিন ফুলের বুকে,
পাপড়ির গায়ে পাখার রং অজান্তে যায় রেখে।
নীল গগনে মাঝে মাঝে ধূসর মেঘের ছোঁয়া,
উড়ন্ত পাখিদের ডানা মেলে আসা আর যাওয়া।
ধূসর মেঘ ধীরে ধীরে আঁধার কালো রূপ নিল,
বৃষ্টি হয়ে সে অঝোরে তখন নেমে এল।
পাখির ঝাঁক হারিয়ে গেল সে কোন অজানায়,
খুঁজে ফিরি আমি তারে আকাশের ঠিকানায়।
মেঘ সরে উঁকি দিল একমুঠো সোনাঝরা রোদ্দুর,  
ফিরে এল পাখিরা আবার কণ্ঠে নিয়ে গানের সুর।
বৃষ্টি শেষে সেজে ওঠে আকাশ নীলাম্বরী শাড়ি পরে,
আঁচলতলে তার নকশা আঁকে সাদা মেঘ ওই আকাশপারে।
প্রজাপতি আবারও খেলতে আসে কুসুমবাগে,
উড়ে বেড়ায় এফুলে–সেফুলে কত না সোহাগে।
গোধূলি লগনে রাঙা দিগন্ত ছড়ায় ওই রঙের আবির,
বনান্ত হতে ভেসে আসে অচেনা ফুলের  সুরভিত সমীর।
সন্ধ্যা নামে আকাশের গায়ে তারার বাতি জ্বেলে,
চাঁদের আলোয় হাসে ধরণী জোছনার চাদর মেলে।

*লেখক: জাহান সৈয়দ মিনা, ওকভিল, অন্টারিও, কানাডা

দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]