ফ্রাঙ্কফুর্ট-বাংলা কনসার্ট ২৩ ডিসেম্বর

জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট-বাংলা মিউজিক নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর। বিডি সোল হারভেস্টের আয়োজনে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে হবে এ মিউজিক নাইট। বাংলা কৃষ্টি ও সংস্কৃতি বিশ্ব তথা ইউরোপের দরবারে পৌঁছে দেওয়ার জন্য দেশীয় এ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তারা। সার্বিক সহযোগিতায় রয়েছে সোনার বাংলা ই. ভি এবং টাইগারস আম মাইন ই. ভি এবং ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশি কমিউনিটি।

আয়োজক কমিটির সদস্য শাকির সৌমিক বলেন, কনসার্টের মাধ্যমে সমগ্র জার্মানি থেকে বাংলাদেশিরা এক হওয়ার সুযোগ পাবেন, একে অপরের সঙ্গে পরিচিত হয়ে জার্মান–বাংলাদেশি কমিউনিটিকে আরও দৃঢ় অবস্থানে নিতে পারবেন। এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান ছেলেমেয়ে যাঁদের বাংলা সংস্কৃতি জানার সুযোগ হয়নি, তাঁরাও কাছ থেকে বাংলাদেশি গান, সভ্যতা ও সংস্কৃতি জানার সুযোগ পাবেন।

কনসার্টে অংশগ্রহণ করছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘তাহসান ও তাঁর ব্যান্ড’, এ সময়ের দেশের জনপ্রিয় ব্যান্ড ‘এশেজ’ ও বাংলাদেশিদের লোকাল ব্যান্ড ‘ব্যান্ড অব ব্রাদারস’। এ ছাড়া কনসার্টে র‍্যাম্প শো ও খণ্ড নাটকের আয়োজন থাকছে।

বাইরের দেশে দেশি ঐতিহ্যবাহী খাবারের সব সময় সুযোগ হয় না, তাই কনসার্টে আসা দর্শক–শ্রোতাদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী খাবারের স্টল।

কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়, চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনুষ্ঠিত হবে সারায় তুরকুজ হল, ফ্রাঙ্কফুর্টে।