সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের নির্বাচন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি চিকিৎসক সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। দেশটিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সদস্যদের ভোটে এ কমিটি নির্বাচিত হয়। প্রায় এক যুগ পর নানা নাটকীয়তা শেষে গত ২৮ ও ২৯ মার্চ সংগঠনটির নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের মোট ভোটার সদস্যের ৯৮ দশমিক ১ শতাংশ সদস্য ভোট দেন।
নির্বাচনে জয়ী হয়েছে রেজা-ইমন প্যানেল বিএমএস ইউনিফাইড। মোট ভোটের ৬১ শতাংশ ভোট পেয়ে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্ল্যাকটাউন হাসপাতালের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট এবং সহকারী অধ্যাপক ডা. রেজা আলী। অন্যদিকে ৬৫ শতাংশের বেশি ভোট পেয়ে প্যানেলের পক্ষ থেকে কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. ফায়জুর রেজা ইমন। এ ছাড়া রেজা-ইমন প্যানেলের অন্য সব পদপ্রার্থীই অধিকাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জয়ের জন্য রেজা-ইমন প্যানেলের বিপক্ষে লড়েছেন হালিম-জসীম প্যানেল। রেজা-ইমন প্যানেলের অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. নাজমুন নাহার রিনা, ডা. মেহদি ফারহান ও ডা. জেসমিন শফিক, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ফজলে রাব্বি, যুগ্ম সম্পাদক ডা. শেখ বদরুদ্দোজা শিপলু ও ডা. মুজাহিদ হাসান শোভন, সাংগঠনিক সম্পাদক ডা. মাসুদ পারভেজ, শিক্ষা সম্পাদক ডা. ইকবাল হুসাইন, প্রকাশনা সম্পাদক ডা. শেখ হায়দার তপু, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ডা. রোকেয়া ফকির কেয়া।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন ডা. রাসেল আহমেদ, ডা. ইসরাত হাফিজ বেলি, ডা. রাসেল চৌধুরী, ডা. রিটন দাস, ডা. আয়েশা আবেদীন এশা, ডা. শামিম রেজা ফারুক, ডা. ফাহিমা সাত্তার ঝুমি, ডা. রুবাইয়াৎ মাহফুজ, ডা. ফারাহ নাজ, ডা. চৌধুরী বেগ পাপন, ডা. মিহির রায়, ডা. মোহাম্মদ পাভেল, ডা. আল নাইম সারওয়ার, ডা. আসিফ আলম সাজ্জাদ, ডা. চৌধুরী শরীফ সাজ্জাদ, ডা. সাদিয়া শারমিন। এ ছাড়া বেনেভোলেন্ট কমিটিতে রয়েছেন ডা. শরীফ ঊদ্দৌলা, ডা. জাহিদ আলম, ডা. মামুন চৌধুরী, ডা. সালাউদ্দিন চৌধুরী ও ডা. মঈনূল ইসলাম।
নির্বাচনে জয়ের পর সংগঠনের সদস্যদের এক ই-মেইল বার্তা দিয়েছেন নবনির্বাচিত সভাপতি ডা. রেজা আলী। সবাইকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে সবার পরিশ্রমে আমাদের এ সংগঠন একটি শক্ত ভিত্তি পেয়েছে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং সবাই মিলে গর্ব করার মতো কাজ করব।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. ফায়জুর রেজা বলেন, ‘নির্বাচনে আমাদের বিভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু এ সংগঠন আমাদের কাছে মিনি বাংলাদেশ, আর এর উন্নয়নে আমরা দলমতনির্বিশেষে একসাথে কাজ করার আশা রাখছি।’