রোহিঙ্গা সংকটের ৫ বছর: যুক্তরাজ্য আলোচনা

রোহিঙ্গা সংকটের পাঁচ বছর হয়ে গেল। ‘রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচারে নতুন অঙ্গীকার এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ টেকসই প্রত্যাবাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে।

বাংলাদেশ হাইকমিশন লন্ডনের আয়োজনে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও জাতিসংঘবিষয়ক মন্ত্রী লর্ড আহমদ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের প্রেসিডেন্ট টম হান্ট, যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য রুশনারা আলীসহ সভায় অংশ নেন যুক্তরাজ্যের বেশ কয়েক এমপি, বিভিন্ন দেশের কূটনীতিক ও মানবাধিকারকর্মীরা।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বিশ্বের সাধারণ নাগরিকদের মতো রোহিঙ্গাদেরও একটি স্বাধীন, সুন্দর জীবনের অধিকার আছে। বাংলাদেশ রোহিঙ্গাদের বসবাসের অনুমতি দিয়ে বিশ্বে অনন্য এক মানবিক উদাহরণ সৃষ্টি করেছিল। সভায় অংশগ্রহণকারী যুক্তরাজ্যের সংসদ সদস্যরা শুরু থেকেই রোহিঙ্গা সংকট ইস্যুতে তাদের তদারকি এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের আন্তরিকতার কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ যথেষ্ট করেছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের জন্য সময় এখনই। মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র, আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই। রোহিঙ্গা ইস্যু মিয়ানমার সরকারের অভ্যন্তরীণ ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের এখনই সরব হতে হবে।

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বের উদ্যোগ এখন পর্যন্ত পর্যাপ্ত নয়, যেটা খুব হতাশার। আমি আশা করব, বিশ্ব সম্প্রদায় খুব দ্রুত এ সংকট সমাধানে উদ্যোগী হবে।’