‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’র এক যুগ পূর্তিতে ‘আনন্দ সন্ধ্যা' অনুষ্ঠান
১০ জুন, শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট গালুস সালবাউ হলে অনুষ্ঠিত হলো ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠী’র এক যুগ পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জার্মানীর বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।নিত্য পরিবেশন করেন দুইজন শিশুশিল্পী লাইহা ও আরিয়া। অনুষ্ঠানে বক্তব৵ দেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া, কমিউনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের কর্নধার মিঠু কবির।
অনুষ্ঠানের এক পর্যায়ে মিঠু কবির ঘোষণা করেন, আগামী বছর ২০ এপ্রিল আবারও আনন্দ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
ব্যবসায়ী কাজী এনায়তুল ইসলামকে ‘দেশ স্কুলে’র আজীবন সদস্য পদ প্রদান করা হয় এবং ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রদূত। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী লুইপা, বাপ্পী প্রমুখ। অনুষ্টানটি উপস্থাপনা করেন শিশিরার্দ্র মামুন, খলিলুর রহমান রতন ও লাবন্য।
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি