জার্মানিতে মাসব্যাপী ৪৯ ইউরোয় টিকিট চালু

দ্রবমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাগরিক ও পর্যটন সেবা বৃদ্ধির লক্ষ্য এবার জার্মান সরকার আগামী ১ মে থেকে ৪৯ ইউরোর টিকিট চালু করছে। ‘গাড়ির দেশ’ খ্যাত জার্মানিতে ৪৯ ইউরোর এ টিকিটে স্থানীয় ও আঞ্চলিক গণপরিবহন নেটওয়ার্কগুলোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। তবে দূরপাল্লার আন্তনগর ট্রেন-আইসিই বা আইসি টিকিটের আওতায় পড়বে না।

নানা আলোচনার পরে জার্মানির জোট সরকার এবং রাজ্য সরকারগুলো একমত হয়েছে ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার বাংলাদেশি টাকা) মাসিক গণপরিবহন টিকিট চালু করতে। প্রাথমিকভাবে এ টিকিট দুই বছর চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। গত তিন এপ্রিল থেকে এ টিকিট কিনতে পাওয়া যাচ্ছে। এই টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে ১ মে থেকে। টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন, ট্রেন স্টেশন সেবা কেন্দ্রগুলোতে।

পরিবহন কোম্পানি ও ডয়েচে বাহন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট কেনার সুযোগ আছে।

বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব অ্যাপস ও ওয়েবসাইটে টিকিটি বিক্রি করছে। টিকিটের মেয়াদ থাকবে এক মাস। প্রতি মাসে কিনতে হবে টিকিট।

দেশব্যাপী শিক্ষার্থীরাও তাদের সেমিস্টার টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের টিকিট কেনার প্রয়োজন নেই। গত গ্রীষ্মেও সরকার মাসব্যাপী ৯ ইউরোর টিকিটের ব্যবস্থা করেছিল। এবার ৪৯ ইউরো করা হলো।