দুবাইতে প্রবাসী প্রকৌশলী ও স্থপতিদের ইফতার

আরব আমিরাতের দুবাই শহরে প্রবাসী প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস–এর দুবাই চ্যাপ্টারের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার দুবাইয়ের এশিয়া রয়্যাল রেস্তোরাঁ এই আয়োজন করা হয়।

এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস–এর দুবাই চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী লিয়াকত আলী খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। সংগঠনের দুবাই চ্যাপ্টারের সেক্রেটারি প্রকৌশলী মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী। এ ছাড়া প্রকৌশলী মোয়াজ্জাম হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান সরকার মোহন, প্রকৌশলী মো. শহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

আমিরাতের বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী হাফেজ হাসান মহিবুর রহমানের কোরআন তিলাওয়াতের পর সাংগঠনিক সম্পাদক আহমেদ ইখতিয়ার আলম পাভেল স্বাগত বক্তব্য দেন। ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন প্রকৌশলী মমিনুল ইসলাম মানিক, প্রকৌশলী হাবিবুর রহমান কবির, প্রকৌশলী  নুরুল আলম, শারজা চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী মারুফ মুরতালা, ফুজেরা চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী মাসুদ পারভেজ, আবুধাবি চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন, আল আইন চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী বিকো রয় ও ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মুক্তা, শারজাহ কমিটির জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসাইন, প্রকৌশলী মিফতাহুল খাদিম, আইইবির সাবেক চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, দুবাই চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী নুরুদ্দিন, দুবাই চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী মেহেদি হাসান প্রকৌশলী তানভীর আহমেদ প্রমুখ।