গ্রেটার ম্যানচেস্টারে ওল্ডহাম জামে মসজিদে বাংলাদেশিদের ইফতার

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ওল্ডহাম জামে মসজিদে বাংলাদেশিদের ইফতার পার্টি অনুষ্ঠিত হয় গত ১৯ মার্চে। প্রায় দেড় হাজার মুসল্লি ইফতারে অংশ নেন। ইফতারে যোগ দেওয়া বাংলাদেশি উপহাইকমিশনার কাজী জিয়াউল হাসান বলেন, ‘আমি প্রথমবার ঐতিহ্যবাহী এই বৃহৎ ইফতার পার্টিতে এসেছি। আমি সত্যিই অভিভূত। এত বড় ইফতার পার্টির ব্যবস্থাপনায় এত মুসল্লির সমাগম, অথচ কোনো শোরগোল নেই, সবাই সুশৃঙ্খল।’ পবিত্র রমজান মাসে এত বড় আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এ আয়োজনে অংশগ্রহণের আশা প্রকাশ করেন তিনি।

ওল্ডহামের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর আবদুল জব্বার বলেন, প্রতিবছর রমজান মাসের দ্বিতীয় মঙ্গলবার ওল্ডহাম জামে মসজিদে এই ঐতিহ্যবাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওল্ডহাম জামে মসজিদের সভাপতি আবদুল করিম বলেন, ‘এ বছর আমাদের টার্গেটের চেয়েও বেশি মুসল্লি একসঙ্গে আমাদের ঐতিহ্যবাহী এই ইফতারে যোগ দেন। এই দেড় হাজার লোকের ইফতার মাহফিল আয়োজন করতে আমার সঙ্গে আমার কমিটির সব সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত পরিশ্রম করেন এবং ইফতার মাহফিল সম্পূর্ণ আমাদের নিজস্ব তহবিল থেকে আয়োজন করা হয়।’ কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং ওল্ডহাম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ইফতার পার্টিতে অন্যানদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার নাজিরুজ্জামান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মাহমুদুর রহমান, ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলর আবদুল মালেকসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা।