সুইজারল্যান্ডের স্কুলের পাঠ্যক্রমে স্কি, সাইকেলিং, যান চলাচল শিক্ষা
সুইস ক্যান্টন গ্রাউবেন্ডেনের প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা স্কি খেলছে। জানার ও শেখার বিষয় হলো, এটা নিছক খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিষয় নয়। স্কিইং পাঠ্যক্রমের একটি বাধ্যতামূলক বিষয় ও অংশ। এই কারণেই কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিশুদের এক সপ্তাহের জন্য স্কিতে পাঠিয়ে থাকে।
ক্রীড়াশিক্ষকসহ ক্লাস শিক্ষকেরা এ সময় শিশুদের সঙ্গেই মাঠে উপস্থিত থাকেন। প্রতিদিন ক্লাসের সময়সূচি মোতাবেক বাসে তাদের তুষারে ভরা স্কি মাঠে নিয়ে যাওয়া হয়। ক্লাস শেষে আবার বাসেই বাসায় পৌঁছে দেওয়া হয় সব শিশুকে।
স্কিইংয়ের জন্য দরকার পড়ে বিশেষ পোশাকের। দরকার পড়ে বিভিন্ন মাপ ও আকারের খেলার সরঞ্জামও। এগুলো নির্ধারিত সময়ের জন্য ভাড়া পাওয়া যায়। অনেক অভিভাবক ব্যক্তিগতভাবে নিজের সন্তানদের স্কি সরঞ্জামাদি কিনে দেন।
সুইসের প্রাথমিকের পাঠ্যক্রমে সাঁতার কাটা ও সাইকেলিং শিক্ষা বাধ্যতামূলক একটি বিষয়। যেমন বাধ্যতামূলক রয়েছে যান চলাচল নিয়ম শিক্ষাটাও। যান চলাচল নিয়মের মধ্যে শিশুদের যা শিক্ষা দেওয়া হয়, তা হলো রাস্তায় কীভাবে চলবে? রাস্তা পারাপার, বিশেষ করে জেব্রাক্রসিং কীভাবে পার হবে? কীভাবে গাড়ী থামাতে হবে—ইত্যাদি হাতে কলমে শেখানো।
এ নিয়ম স্কুলে গিয়ে নিয়মিত রুটিনমাফিক শিক্ষা দিয়ে থাকেন স্থানীয় থানা থেকে আসা একজন শিশুবান্ধব অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। তিনি ক্লাসে নিয়মগুলো শিখিয়ে দল বেঁধে শিশুদের নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েন। এমন করেই সুইমিং ও সাইকেলিং শিক্ষক রুটিনমাফিক শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রমের কাজটি সম্পন্ন করেন রাস্তা ও সুইমিংপুলে।