সংহতির আলিঙ্গন

পরিপূর্ণ জীবনের স্বাদ কেউ কি কখনো পেয়েছে?
আকাশ আর মাটি কি কখনো এক হয়ে মিশেছে?
তবুও আনন্দ বিষাদে ভরা জীবনের দিনগুলো কেটে যায় অনায়াসে,
কিন্তু সেই জীবনকে জাহান্নামে ঠেলে দেওয়ার অধিকার কি মানুষের আছে?
আহা কি আহাজারিতে আজ সমগ্র নিখিল ধরা,
সম্পূর্ণ একটি প্রজন্ম কে যে ধ্বংস করে দিল ওরা।

হ্যালোইনের আনন্দে মুখর হলো যখন ছোট ছোট শিশুরা এখানে,
একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ল ওরা প্যালেস্টাইনে।
ফুলের মতো প্রস্ফুটিত শিশুদের প্রাণফাটা সেই চিৎকার,
আকাশে-বাতাসে মর্মরিত হৃদয়বিদারক সে কী হাহাকার!
মৃত্যুর কোলে ঢলে পড়া নিথর ছোট্ট দেহগুলো জড়িয়ে কাফনে,
নাড়ি ছেঁড়া ধনদের বুকে নিয়ে মায়েরা বিদায় দেয় আকুল রোদনে।

আর কত নীরব দর্শক হয়ে রইবে পৃথিবী দিবা রাতি,
সময় এসেছে এখন বিবেককে জাগিয়ে তোল হে মানব জাতি।

জেগে ওঠো ওরে আদম (আ.) এর বংশধরেরা
বন্ধ করো এই যোধন,
নিভিয়ে দাও কলহ দ্বন্দ্বের অগ্নস্ফুলিঙ্গ, করো আজ শুধু সংহতির আলিঙ্গন।