নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ’৮১ ব্যাচের আনন্দ আয়োজন

নিউইয়র্কের হিলসাইড। ২৭ এপ্রিল সন্ধ্যা। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া ছাপিয়ে অন্য রকম উষ্ণতা বিরাজ করছিল সেখানকার বিখ্যাত পানসি রেস্টুরেন্টের মিলনায়তনে।‌ পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে সেদিন এই মিলনায়তনে জড়ো হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কর্মজীবনে সফল ও বিখ্যাত এসব মানুষ অবসর ও প্রবাসজীবনে ফিরে পেয়েছিলেন জোবরা গ্রামের ক্যাম্পাসের সেই তারুণ্যের দিনগুলো।

ঈদ পুনর্মিলনী ও পয়লা বৈশাখ উপলক্ষে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ট্রাই স্টেট ’৮১ ব্যাচ আয়োজিত এ অনুষ্ঠানে কানাডা, বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ১০০ জন অংশ নিয়েছেন।

সভায় বক্তব্য দেন অধ্যাপক গোলাম মোহাম্মদ, আবুল কালাম আজাদ, কানাডা থেকে আসা বাহাউদ্দিন রতন, বাংলাদেশ থেকে আসা ওমর কায়সার, আলী আকবর ও ফাহমিদা জিগর জাহান, আলী আকবর ও হামীম। গোলাম মোহাম্মদ বলেন, ‘অবসরজীবনে বিদেশের মাটিতে এমন আয়োজন আমাদের প্রাণিত করে। কিছুটা সময় তারুণ্যের উল্লাসে কাটে।’

মিজানুর রহমান, শেলী বড়ুয়া ও রায়হানা বারির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি খুকু আহমেদ। বিজ্ঞপ্তি

*নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]