যদি কখনো

অলংকরণ: মাসুক হেলাল

যদি কখনো ফোটে ফুল দুয়ারে তোমার
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।
যদি কখনো ঘুঘু ডাকে শিয়রে তোমার
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।
যদি কখনো সিঁথির সিঁদুর নীল হয়ে যায়
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।
যদি কখনো খোঁপার সে বেণি খুলে যায়  
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।

যদি কখনো কৃষ্ণচূড়া পাপড়ি বিলাই
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।
যদি কখনো বাতাসের গতি পথ হারায়
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।
যদি কখনো কথার মাঝে অশ্রু গড়ায়
বুঝে নিয়ো তোমায় এখনো ভালোবাসি।