অভিশপ্ত পতঙ্গ জীবন
ক্ষমতার মোহে নৈতিকতা ভুলে উন্মাদ
অপরাজনীতির আবর্জনা গায়ে
সভা–সমাবেশে রাজপথের সবখানে ছড়ায় দুর্গন্ধ।
শহীদের রক্তভেজা রাজপথ অথচ মেটায় সরাব সুধা
হাসপাতালের বিছানায় আহতের আর্তনাদ
অথচ আবর্জনা সম্ভোগ নৃত্যে রাজনৈতিক কুকুর আর শুয়োর।
রাজনৈতিক উন্মাদনায় অস্থির সময়
আর সময়ের সব আয়োজন।
এই সন্ধিক্ষণে কবি লিখে যান-
অনিবার্য আগামীর আরও রক্ত উচ্ছ্বাস।
সত্যানুসন্ধিৎসু বৈপরীত্য ফুর্তিতে তাদের শপথের শ্লোক
মানুষ মনের খাতায় লিখে রাখে দুঃসময়ের কিস্তি খেউড়।
আর ঘোর দুর্দিনেও যারা গড়ে শক্তি সঙ্গম স্বপ্ন।
চরম অবাস্তব কাহিনীর মুখে থুথু ছুড়ে দেখায় রাজশক্তি
তখনো যাদের বোধের দুয়ার বন্ধ থাকে
তারা সময়ের ঋণাত্মক পরিসংখ্যানে মূর্ছা যায়
যেন অভিশপ্ত পতঙ্গ জীবন।