সিডনির ওয়াগা ওয়াগার বর্ষসেরা তরুণ নাগরিক বাংলাদেশি মাইমুনা জামান

মাইমুনা জামান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়াগা ওয়াগার ‘বর্ষসেরা তরুণ নাগরিক’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি তরুণী মাইমুনা জামান। স্বেচ্ছাসেবী কাজের জন্য নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়াগা ওয়াগা সিটি কাউন্সিল তাঁকে এ সম্মাননা প্রদান করেছে। সম্প্রতি দেশটির ‘অস্ট্রেলিয়া ডে’ দিবসে একটি আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। মাইমুনাসহ ছয়জনকে মনোনীত করেছিল সিটি কাউন্সিল কর্তৃপক্ষ, যেখানে সম্মাননা পায় মাইমুনা।

২০১৪ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন মাইমুনা জামান। দেশটির রোনাল্ড ম্যাকডোনাল্ড চ্যারিটি হাউজ, ওয়াগা ওয়াগা বইমেলা, ওয়াগা ওয়াগা বেজ হাসপাতালসহ বেশ কয়েকটি সংগঠনে স্বেচ্ছাসেবীর কাজ করেছেন মাইমুনা। পাশাপাশি স্থানীয় কারাতে ক্লাবের বাচ্চাদের কারাতে শেখানো ও বিদ্যালয়ে নেতৃত্বমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন তিনি। মাইমুনার অর্জনে গর্বিত ও আনন্দিত তাঁর বাবা ওয়াহিদুজ্জামান হিমেল ও মা মাজেদা ভুঁইয়া বর্ণা। সম্প্রতি উচ্চমাধ্যমিক শেষে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগে অধ্যয়ন শুরু করেছেন মাইমুনা জামান।