দেশটিতে সবচেয়ে বেশি আস্থা পুলিশের ওপর
সুইডেনের ৭২ শতাংশ মানুষের আস্থা রয়েছে দেশটির পুলিশ বাহিনীর ওপর। গত বছরের জরিপে পুলিশ বাহিনী ৬৭ শতাংশ মানুষের আস্থা পেয়ে দ্বিতীয় স্থানে ছিল। সে বছর প্রথম স্থানে ছিল বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়–কলেজগুলো। আর এ বছর তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে আছে স্বাস্থ্য খাত। এবার ৬৮ শতাংশ মানুষ এ খাতের ওপর তাদের আস্থা রেখেছে। গত বছরও এই জরিপে সুইডেনের স্বাস্থ্য খাত তৃতীয় স্থানে ছিল। এ বছর চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আদালত (৬৫ শতাংশ) ও রাষ্ট্রীয় ব্যাংক (৫১ শতাংশ)।
উত্তর গোলার্ধে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র বলে পরিচিত সুইডেন আন্তর্জাতিক বিভিন্ন জরিপে সাধারণত ১ থেকে ১০–এর মধ্যে স্থান করে নেয়। মাত্র এক কোটি মানুষের এই দেশ বিশ্বের প্রযুক্তি খাতেরও ওপরের দিকে রয়েছে। নাসা থেকে মহাশূন্যে পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপে রয়েছে সুইডেনের প্রযুক্তি।
‘সুইডিশ মিডিয়া একাডেমি’ প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই আস্থা জরিপ করে। মিডিয়া একাডেমি একটি স্বাধীন, অলাভজনক এবং তথ্যভিত্তিক প্রতিষ্ঠান। ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত জরিপ চালিয়ে আসছে। রাজনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা একটি আদর্শ দিকনির্দেশক। আর সে জন্য প্রতিষ্ঠানটি প্রতিবছর আস্থা জরিপ চালাচ্ছে। এ জরিপের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ এবং অত্যন্ত জনপ্রিয়। ২০১৭ সাল থেকে জরিপটি মিডিয়াকেও অন্তর্ভুক্ত করেছে। সমাজে কোন মিডিয়ার প্রভাব কি ধরনের, সেটাও জরিপে আসছে।
চলতি বছর জরিপটি পরিচালনা করতে ১ হাজার ২৪৬টি অনলাইন সাক্ষাৎকার নেওয়া হয়। ১৬ থেকে ৮৪ বছর বয়সী ব্যক্তিদের কাছ থেকে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে জরিপে অংশ গ্রহণকারীদের বাছাই করা হয়েছে। জরিপের গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যবহার করা হয়েছে পরিসংখ্যানগত বৈজ্ঞানিক পদ্ধতি। জরিপটি চালানো হয়েছিল গত ১২ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।