বদলে যাওয়া মুগ্ধতা

ফাইল ছবি

আলোরা যখন অন্ধকারে লুকায়
স্বপ্নগুলো ঠিক তখন
মুগ্ধতার বীজ বুনতে থাকে,
হৃদয় খোঁজে তখন আরেক হৃদয়,  
রাতজাগা পাখির মতো
মনেতে তখন উদাস স্বপ্ন জাগে
হৃদয়ে দোলা দেয় তখন স্বপ্নের আবাস।

সুরম্য একটি সন্ধ্যা,
কী নাম দেব তোমার?
আলো, না ছায়া?
তবে ছায়ায় মিশে যাও তুমি
আর যদি স্বেচ্ছায় হাসতে হয়
তবে অন্ধকারেই হেসো তুমি
যদিও বিনয় তোমার কাছে অর্থবহ নয়
এ কেবলই মৃত্যুক্ষুধা,
বিচ্ছিরি কিছু আবেগ, অতিরঞ্জন প্রত্যাশা।

কেউ কেউ অবশ্য ঘুম কেড়ে নেয়
একতরফা প্রেমিকের মতো ভুলিয়ে দেয় স্বপ্ন সম্ভাবনা,
ভাবনাগুলো ঠিক আগের মতোই লুকিয়ে আছে
কিছু দৃশ্য, কিছু অদৃশ্যপানে
অনুতাপের আগুনে,
মানুষের মাঝে কত রঙ্গ
ক্রমশ বদলে যায় মুগ্ধতা।

*দূর পরবাসে ছবি, লেখা ও ভিডিও পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]