জাতির সংস্কার

কোটা সংস্কার আন্দোলনফাইল ছবি

শিক্ষার্থীরা একসাথে সব দাঁড়িয়েছিল, স্বপ্ন নিয়ে চোখে

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নতুন সূর্যকিরণ গায়ে মেখে।

মনে মনে বেঁধেছিল প্রতিজ্ঞা, মুছে দেবে যত অন্যায়

শিক্ষার মন্দিরে জ্বলবে অহিংসার আলো, এই ছিল প্রত্যয়।

শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে রাজপথে,

স্লোগানে স্লোগানে লাখো কণ্ঠস্বর আওয়াজ তুলেছিল দিনে–রাতে।

বিজয়ী হলো শিক্ষার্থীদের কামনা সুনীল আকাশ তলে,

মুছে গিয়ে সকল বাধা আজ জয়গান গাইছে সবাই মিলে।

যে পথে হেঁটেছিল ওরা সাহস ছিল তাদের সঙ্গী,

যাত্রা ছিল শুধুই ন্যায়ের পথে ছিল না তো তারা জঙ্গি।

স্বাধীনতার প্রতীক যে আলো জ্বলেছিল দীপ্ত ওদের চোখে,

উজ্জ্বল প্রদীপ্তি ছড়িয়ে বিজয়ের উল্লাস আবারও এসেছে এ দেশের বুকে।

কিন্তু হায়! চারিদিকে আজ একি ধ্বংসযজ্ঞ, বিজয়ের উল্লাসে সব পাগল,

ভীতসন্ত্রস্ত সংখ্যালঘু আর স্বৈরাচারী রাষ্ট্রের রেখে যাওয়া দল।

লজ্জা, একি লজ্জা আজ সারা বিশ্বের সম্মুখে,

এ কেমন আগুন জ্বলছে আজ বাংলাদেশের বুকে!

আবার ঐক্য প্রমাণ করে দিল শিক্ষার্থীদের দল

মিলেমিশে পরিষ্কার করল ওরা যত নোংরা জঞ্জাল।

হে শিক্ষার্থীরা, তোমরা আমাদের গর্ব আমাদের অহংকার,

তোমাদেরই হাতে সঁপে দিতে চাই দেশ ও জাতির ভবিষ্যৎ সংস্কার।