ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রবাসে তাদের দোসররা যে দেশবিরোধী গুজব ছড়াচ্ছে, তার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে গত ৩১ জুলাই বিকেলে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আন্দ্রে ভারমাউট।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ূন মাকসুদ হিমু, নিরঞ্জন রায় ও আবদুস সালাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান, মুরাদ খান, মিরাজ হোসেন, সানাইদ খান বাপ্পা, বেলজিয়াম যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ প্রমুখ।

সভায় এম নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের সম্পদ ধ্বংস করতে দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। আমরা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘প্রবাসে বিএনপি-জামায়াতের দোসররা দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা সরকারের কারণে প্রবাসে আমাদের তথা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা হাজারো গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের এ মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের কালো হাত আমরা গুঁড়িয়ে দেব।’

শহীদুল হক বলেন, ‘বাংলাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব।’