সিডনিতে কীর্তিমান বাংলাদেশিদের স্মরণ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক বদরুল আলম খানছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রয়াত কীর্তিমান বাংলাদেশিদের নিয়ে বিশেষ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে স্থানীয় বাংলাদেশিদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। সভায় ভাষার মাসে বাংলা সাহিত্যে এবং বাংলাদেশিদের জন্য অবদান রেখে যাওয়া ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়। ‘জীবনে ও কর্মে’ শীর্ষক এ সভায় প্রয়াত সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী, রণেশ মৈত্র এবং অস্ট্রেলিয়ায় আসা প্রথম দিককার সময়ের বাংলাদেশিদের মধ্যে অন্যতম প্রবীণ নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মূল আলোচনা পর্বে আবদুল গাফফার চৌধুরী, রণেশ মৈত্র, নজরুল ইসলামকে নিয়ে যথাক্রমে আলোচনা করেন অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়ন ও প্রাবন্ধিক মোহাম্মদ শফিকুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে নানা বয়সী স্থানীয় বাংলাদেশি, প্রয়াত কীর্তিমান বাংলাদেশিদের পরিবারবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে একুশে একাডেমি অস্ট্রেলিয়া।