জার্মানিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মিলনমেলা

ফ্রাঙ্কফুর্ট সালবাউ গালুস সেন্টারে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ছাত্রছাত্রীদের মিলনমেলাছবি: লেখক

ইউরোপের নানা দেশে তাঁরা এখন ছড়িয়ে পড়েছেন। তাঁদের সবাই এখন নামীদামি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে একটি পরিচয়ে সবাই একাত্মবোধ করেন, আর তা হলো তাঁরা একসময় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবিতে পড়াশোনা করতেন।

ইউরোপে কর্মরত এই শিক্ষাপ্রপিষ্ঠানের সাবেক ছাত্রছাত্রীদের মিলনমেলা বসেছিল গত ৭ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্ট সালবাউ গালুস সেন্টারে। ইউরোপের নানা দেশ থেকে এসব প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মিলনমেলায় যোগ দিলেও, তাঁদের বেশির ভাগ অংশগ্রহণকারীরা ছিলেন জার্মানিতে অবস্থানকারীরা।

উদোক্তারা এই মিলনমেলার নাম দিয়েছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইউরোপীয় অ্যালামনাই মিট। অনুষ্ঠানে ৩০০ অংশগ্রহণকারীর উপস্থিতিতে সালবাউ গালুস সেন্টার হয়ে উঠছিল এআইইউবি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাস। সারা দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ উচ্ছাস আর পুরোনো দিনের নানা কথা আর গল্পে জমে উঠে। অনেক দিন পরে বিশ্ববিদ্যালেয় সহপাঠী বন্ধু সারথিদের পেয়ে সবাই যেন বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় জীবনে ফিরে গিয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদিন এবং গুগলের প্রথম বাংলাদেশি বিশিষ্ট প্রকৌশলী ও সিনিয়র ডিরেক্টর জাহেদ সবুর।

প্রবাসে মিলনমেলার এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য নানা ইভেন্টে দীর্ঘ প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন অনেকে। ছিলেন শোরাব হোসেন, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাভারিয়া, সুজয় পাল প্রধান গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী, সুইজারল্যান্ড; সাইফুল ইসলাম জিকো সাসটেইনেবল বিজনেস কনসালটেন্ট, সুইজারল্যান্ড; দেবজোতি পল, রনি, মুহাম্মদ বাকের, গৌতম সাহা, ফাহিম, ইভান, রায়হান, সৌরভ, রিয়াদ, ওমর ফারুক, মোফাজ্জল হোসেন রনি, বার্লিন, জার্মানি। ইভান মুকাম্মেল, আবু রায়হান, ফাহিম, অর্ণব দাস, হোসেন মোহাম্মদ, ডার্মস্টাড; রোকেবুল হাসান রিয়াদ, সৌরভ সিনহা, মাহমুদ হাসান সাকিব খান, ইমতিয়াজ আহমেদ, রায়ান মারুফ, ইমরান হোসেন, অনিক, তনি, রায়হান, প্রত্যাশা ঘোষ, সাকিব নেওয়াজ, তোনিমা, জ্যোতি প্রমুখ।