সিডনিতে চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

অনুষ্ঠানের একাংশছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান উৎসব। গত ২৬ মে বিকেল পাঁচটায় সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হয় এ খাবারের উৎসব। অনুষ্ঠানে নানা মনোরঞ্জক আয়োজনের সঙ্গে মূল আকর্ষণ হিসেবে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ব্যবস্থা। সঙ্গে আরও ছিল ছোলার ডাল, নলা ও বিভিন্ন মাংসের খাবার। অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত চট্টগ্রামের বাংলাদেশিসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সাগ্রহে অংশগ্রহণ করেন।

উৎসবে খাবারের পাশাপাশি নানা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত ব্যক্তিরা। উৎসব উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের লেখা ও শিশুদের লেখা গল্প, কবিতা ও আঁকা ছবি নিয়ে একটি ম্যাগাজিনও প্রকাশ করা হয়। এবারের উৎসবে মেজবান রান্না করে পরিবেশন করেন সিডনির মেজবানি রেস্টুরেন্ট। উৎসবের আয়োজন করে সিডনির বাংলাদেশি সংগঠন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া।