বর্ণাঢ্য আয়োজনে হংকংয়ে বাংলা বর্ষবরণ
হংকংয়ে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের (বিএএইচকে) উদ্যোগে জর্ডানের কিং জর্জ ফাইভ মেমোরিয়াল পার্কের ফুটবল মাঠে পয়লা বৈশাখ ১৪৩১ উপলক্ষে গত ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় প্রায় ৫০০ বেশি বাংলাদেশি অংশ নেন।
সামগ্রিক অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেশ কিছু স্টল বরাদ্ধ দেয়া হয়। এসব স্টলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার মিষ্টান্ন উপস্থাপন করা হয়। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান, কাউন্সেলর (লেবার উইং), বাংলাদেশ দূতাবাস-হংকং; এডওয়ার্ড উ, ইয়াউ সিম মং ডিসট্রিক্ট অফিসার; মিস্টার বেনি ইয়ুং, ইয়াউ সিম মং, ডিসট্রিক্ট কউন্সিলর; মিস্টার ডেরেক হাং, এক্স-ডিসট্রিক্ট কউন্সিলর; চেন, নিউ হোম অ্যাসোসিয়েশান প্রোগ্রাম ইনচার্জ; নানু লাছমান, প্রেসিডেন্ট অব ইন্ডিয়ান ক্লাব হংকং; মিস রিতা গুরুং, চেয়ারপারসন, নেপাল ফেডারেশন; ইলিয়াস মোহাম্মাদ এলেক্স, এবং নিনা, এথনিক মাইনরিটি লিডার ইন হংকং; মো. সাইফ উদ্দিন, প্রেসিডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন ইন হংকং।
সংগঠনেরর সভাপতি এস এম মহি উদ্দিন মহি এবং সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পলাশ, উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহির্বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে ভবিষতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
হংকংয়ের বাংলা স্কুলের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ফখরুল ইসলাম বাবু; উপস্থাপনায় ছিলেন খাইরুল ইসলাম নিজামী এবং লিপি।
*লেখক: শুভ্র সাহা, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হংকং (বিএসএএইচকে), পিএইচডি স্টুডেন্ট, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]