সিডনিতে সাহিত্যে হাস্যরস আড্ডা অনুষ্ঠিত

অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক অধ্যাপক বদরুল আলম খান
সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা সাহিত্যের হাস্যরস নিয়ে আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিডনির দ্য পন্ডসের জোনাস ব্রাডলি ওভালে এ সভার আয়োজন করা হলেও বিশেষ কারণে একটি বাসায় সভাটি অনুষ্ঠিত হয়। সিডনির প্রবাসী বাংলাদেশি লেখক-পাঠকের অংশগ্রহণে বাংলা সাহিত্যের রম্যরচনা, কৌতুক, হাস্যরসভিত্তিক লেখা নিয়ে আড্ডায় মাতেন উপস্থিত লোকজন। এ সময় পাঠকেরা বাঙালি লেখকদের বিভিন্ন রম্যরচনা ও অভিজ্ঞতা পাঠ করে শোনান।

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সদস্যদের একাংশ
সংগৃহীত

অনুষ্ঠানটি আয়োজন করে সিডনিতে বাংলা সাহিত্য চর্চার সংগঠন দ্য রিডারস ক্লাব। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক অধ্যাপক বদরুল আলম খান। তিনি সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিদেশে বাংলা সাহিত্য চর্চার মাধ্যমে একদিকে যেমন কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে মনকে সতেজ রাখা যায়, অন্যদিকে তেমনই নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের ধারা অব্যাহত রাখা যায়।’ অনুষ্ঠানে গান এবং লেখা পাঠ করেন আনিসুর রহমান, জুলফিকার আহমেদ, সোহেলি মমতাজ, মলি আহমেদ, তাওহীদুর রহমান, জাহিদ খান, মমতা চৌধুরী, সূর্য মজুমদার, শমিয় মুৎসুদ্দি, ফাওজিয়া সুলতানা, মুরাতালা রামাত, অপু সারওয়ার, সুধীর লোধ, নেহাল বারী, মমতাজ রহমান প্রমুখ।