মনের চোখ

অলংকরণ: মাসুক হেলাল

সত্য দেখতে মনের চোখ লাগে। আমরা চোখ দিয়েই সবকিছু দেখি। কিন্তু সব কি সমান দেখতে পাই? ভিন্ন মতাদর্শ দৃষ্টির ভিন্নতা সৃস্টি করে, তাই সমান দেখি না। সে জন্য চোখের দোষ কী। মন ও চিন্তা সব সময় চোখের ওপর প্রভাব ফেলে। তাই মনের চোখ দিয়ে দেখাই আসল দেখা। মন সুন্দর হলে চোখ সুন্দর দেখে আর মন কালো হলে চোখ শুধু অন্ধকার দেখে। চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য একটি ভালো মনের প্রয়োজন। মনের মধ্যে হাজার হাজার চোখ সৃষ্টি করতে হবে। একটি বই পড়লে মনে একটি চোখের জন্ম হয়। যত বই পড়ব, তত মনে চোখের জন্ম হবে। আর মনে যত চোখ জন্মাবে, তত মনের অন্ধকার দূর হবে। সে জন্য দরকার পড়ালেখা। যে শিক্ষা মানুষের মনের চোখ খোলে, সে শিক্ষাই দরকার। তাই আমাদের দেশে শিক্ষার সংস্কার আগে দরকার। শিক্ষার সুফল সবাই জানে। আমরা স্বাধীন জাতি। কিন্তু আমরা পরাধীন।

কারণ, আমাদের শিক্ষা নেই। একেবারে যে অশিক্ষিত, তা নয়, সুশিক্ষা নেই। শুধু বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে শিক্ষিত হওয়া যায় না। প্রকৃতি থেকেও শিখতে হয়। আমরা কি প্রকৃতি থেকে শিখি? এত শিক্ষিত হওয়ার পরও আমাদের মনের চোখ খোলে না কেন? এর জন্য আমাদের শিক্ষাব্যবস্থা দায়ী।

আমরা যত দিন শিক্ষিত না হব, তত দিন আমরা পরাধীন থাকব। আমরা পরাধীন থাকব আমাদের সমাজের দোসরদের কাছে। আমরা পরাধীন থাকব বিদেশি দোসরদের কাছে। শিক্ষিত না হলে আমরা অন্ধকারে থাকব। নিজেদের অধিকার বুঝব না। সবাই আমাদের ঠকাতে পারবে। আমরা রাজনীতির বলি হব। আমাদের সরল মনের আবেগ নিয়ে সবাই খেলা করবে।

আসুন অনেক বই পড়ি। অনেক বই পড়ে মনের অনেক চোখ খুলি। যেসব চোখ আমাদের সুন্দর জিনিস দেখাবে। যে চোখ দিয়ে লাল গোলাপ দেখব, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসব। যে চোখ দিয়ে সত্য জিনিস দেখব। যে চোখ দিয়ে ভুল দেখার কোনো অবকাশ থাকবে না। আর সেই চোখ দিয়েই আবু সাঈদদের শহীদ হওয়ার আসল চিত্র দেখব।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]