ঈদ

প্রতীকী ছবি

ঈদ আবার কী...
সে তো ছেলেবেলায় ফেলে এসেছি
এখন নিত্য বয়ে বেড়াই কিছু স্মৃতি
সেসব নিয়েই দিব্যি বেঁচে আছি
একসময় জীবনে ঈদ ছিল
সারা বাড়ি ঈদের গন্ধ ছিল
আতরদানিতে সুবাস ছিল
টুপি হাসি কোলাকুলি ছিল
মায়ের হাতের রান্না ছিল
লুকানো নতুন জামা ছিল
ভাইবোনদের খুনসুটি ছিল
বন্ধুদের নিয়ে পাড়া বেড়ানো ছিল
ঈদসালামি বেশ মজার ছিল
আনন্দমেলায় আনন্দ ছিল...
এখন সুগন্ধির বোতলের নেই শেষ
তাও মন পোড়ে সেই আতরের লাগি বেশ
ঈদে লাইন ধরে চলে বাহারি রান্নার প্রতিযোগিতা
তবু একটাতেও পাই না সেই ঈদের রেশ...
এখন ফুজি ফিল্মের চেয়ে সেলফি অনেক সোজা
তাই দিন না ফুরাতেই নতুন ছবির বোঝা
ঈদে কোন বাড়ি ছেড়ে কোনটায় যে যাই
বাড়িভর্তি মানুষ আর নকল হাসির রোশনাই...
এখন ঈদ নাটক দেখার নেই দরকার
দিনভর চলে জীবন নাটকের কারবার,
সালামি তো কবে থেকেই কেউ দেয় না
কাউকে যে দিব, তেমন কাউকে খুঁজতে চাই বায়না
এখন দায়িত্ব–কর্তব্য করতে করতেই জীবন জেরবার
শেষ না হওয়া স্বপ্নের পিছে জীবন ঘূর্ণিকার..
সেই ঈদের গন্ধটার নাগাল কিছুতেই পাই না
মন হাতড়ে বেড়াই সারাক্ষণ, সে ফিরে আসে না
তবুও ঈদ আসে...
পেছন কে ধরেবেঁধে আনে সম্মুখে
মনের মাঝে থাকা আলোঝলমলে মুখগুলো
বেহায়ার মতো বারবার চোখে ভাসে।

**দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন [email protected]