পর্তুগালে প্রবাসীদের ঈদ আনন্দ উদযাপন
পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আজ বুধবার সকাল ৮ টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিসবনের মার্তিমুনিজ পার্কে সর্ব বৃহৎ ঈদ জামাতটির পাশাপাশি আলামেদা পার্কে সকাল ৭ টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সবচেয়ে বৃহৎ ঈদ জামাতটির ঈমামতি করেন মুফতি আবু সাইদ। অপরদিকে সেন্ট্রাল মসজিদের উদ্যোগে বন্দরনগরী পর্তু, আলগার্ভ, সেতুবাল, সান্তারাই, ভিলা দি কন্ডে, অধিভিলাস, আমাদোরা ও দ্বীপ শহর পন্টা ডেলগাদা সহ মোট ২২টি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
এদিকে ঈদ উপলক্ষে আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিনদিন বাংলাদেশ দূতাবাস লিসবনের সকল সেবা বন্ধ থাকবে।
পর্তুগালে প্রতিবছরই বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে বিশেষ দিনগুলোতে উৎসব ও উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজদের ও কেউ কেউ।