সুইডিশ মিডসামারের প্রেম
সুইডিশ মিডসামারে সূর্য ভাসে আকাশে,
প্রেম আসে হৃদয়ে, সূর্য নাহি লুকায়।
মিডসামারে অন্ধকার না হলেই, ভালোবাসার অনুভূতি,
স্বর্গ থেকে নেমে আসে প্রেমিক-প্রেমিকার মাঝে।
প্রেমের স্বপ্ন সারা দিন, অন্ধকার নেই এদিন,
জাগে বেঁচে থাকার আশা, হৃদয়ে সারা দিন।
মিডসামার সুইডিশ জাতির জন্য এক মধুময় সময়,
যা শুধু হৃদয় দিয়ে অনুভব করার মতো, নিখুঁত প্রেমের সন্ধান।
নীরবতার ছায়ায় খুঁজে পেতাম তোমার মুখ,
সেই হাসি, সেই প্রেম, রহস্যময় সুখ।
সুইডেনের সামার, তুমি এক সোনালি স্বপ্ন,
প্রতিটি ফুলের মধু, বাতাসে নীরব কণ্ঠ।
সুইডিশ মিডসামার, সোনালি সূর্যের দেশে,
উৎসবের রঙে মিশে প্রেমের ভাষা বেশে।
প্রাচীন সেই উৎসব, প্রকৃতির গান গায়,
গ্রীষ্মের আলোর মাঝে হৃদয়কে ভাসায়।
হালকা পাতলা ড্রেসে, সুইডিশ রমণী,
ফুলের প্রিন্টে সেজে, যেন নান্দনিক ধ্বনি।
মাথায় ফুলের মুকুট, প্রকৃতির রূপে ভরা,
প্রেমের সুরে মুগ্ধ করে, হৃদয় করে সারা।
সূর্যাস্তের রঙে মিশে ছিল আমাদের গল্প,
নদীর ধারে বসে থাকতাম, নীরব নির্জন পথে।
তোমার চোখে খুঁজে পেতাম জীবনের অর্থ,
তোমার হাতে হাত রেখে ভুলতাম সকল ভ্রান্ত।
পার্কের সবুজ ঘাসে, প্রেমিক যুগল বসে,
নীরব কথার মাঝে, হৃদয় বিনিময়ে হেসে।
হাতে হাত রেখে তারা, স্বপ্নের পথ ধরে,
প্রকৃতির মাঝে প্রেম, আরও উজ্জ্বল করে।
সুইডেনের সামার, তুমি এক পবিত্র উৎসব,
প্রেমের গান গেয়ে যেত হৃদয়ের সব।
ফুলের বাগানে প্রেম, গোলাপ-ডেইজির ছোঁয়া,
মিডসামারের রাতে, প্রেম মিশে যায় বেলা।
আজও মনে পড়ে সেই সন্ধ্যা, সেই রাত্রি,
নক্ষত্রের আলোতে দেখা প্রথম প্রেমের মাতৃ।
বুনো ফুলের গন্ধে, প্রেমের মিষ্টি সুবাস,
মুহূর্তগুলি যেন, ভালোবাসার শাশ্বত আভাস।
সময়ের সাথে হয়তো অনেক কিছু বদলায়,
কিন্তু সুইডেনের সামার প্রেম অবিনশ্বর রয়।
চিরন্তন সে স্মৃতি, যা আমাদেরই কেবল,
পৃথিবীর মানুষের জন্য রেখে গেলাম এ কবিতা, প্রেমের জয়গান।
*লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]