ব্যাংককে জাতীয় শোক দিবস পালিত
বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন করেছে। দিনের শুরুতে রাষ্ট্রদূত মো. আবদুল হাই জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ আয়োজনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্য, ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. ফাহাদ পারভেজ বসুনীয়া। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের (মিনিস্টার) রাজনৈতিক ও মিশন উপপ্রধান মালেকা পারভীন, মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ, ইকোনমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন ও কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী। অনুষ্ঠানে ‘বাঙালির কাল রাত’ শীর্ষক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
থাইল্যান্ডের মহাচুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রক্লাবের সভাপতি ড. তিরাসাতু থের (লাভলু ভিক্ষু), এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আল আমিন সরদার, থাইল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নেয়ামত আলী তালুকদার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত মো. আবদুল হাই বলেন, ‘স্বাধীনতার বিপক্ষের শক্তি বা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে সে সময় আমাদের সতর্কতার অভাব ছিল। এ হত্যাকাণ্ড শুধু কিছু বিপথগামী সেনাসদস্যের সংঘটিত অপরাধ ছিল না। ঘাতকদের বিদেশে যেসব বাংলাদেশ দূতাবাসে চাকরি প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছিল, তার কারণ খতিয়ে দেখা প্রয়োজন।’
জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস কর্তৃক ব্যাংককে ইসলামিক সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন এবং এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি