বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণ ই-বুকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন করেছে নেদারল্যান্ডসের রাজধানী হেগের বাংলাদেশ দূতাবাস। বর্ষীয়ান ডাচ রাজনীতিক ও সমতন্ত্রী নেতা ইয়ান প্রংক নেদারল্যান্ডস ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্মরণসভায় সত্তরের দশকে বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতাসংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্বের ওপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর আলাপচারিতা স্মরণ করেন।

ইয়ান প্রংক দুই মেয়াদে (১৯৭৩-৭৭, ১৯৮৯-৯৮) নেদারল্যান্ডসে উন্নয়ন সহযোগিতামন্ত্রী ছিলেন। স্বাধীনতা–উত্তর বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ডস ও সার্বিকভাবে ইউরোপ থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা প্রবাহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ সভায় ইয়ান প্রংক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণে ই–ভার্সন ১৪৬টি ই–বুক সাইট বা মার্কেটপ্লেসে অবমুক্ত করেন। ফলে আজ থেকে দুনিয়ার যেকোনো প্রান্তে ডাচভাষী মানুষ সামান্য মূল্যে ডাচ সংস্করণটি কিনতে পারবেন। ২০২১ সালে মূল ডাচ সংস্করণটি (হার্ড কপি) উন্মুক্ত করার পর বাংলাদেশ দূতাবাস এক বছর ধরে এ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেয়। এর ফলে বঙ্গবন্ধুর বইটির যেকোনো সংস্করণের এটিই একমাত্র ডিজিটাল ভার্সন হিসেবে পাওয়া যাবে। বইটির ই–ভার্সন উদ্বোধন উপলক্ষে অনূদিত ডাচ বইটির বিশেষ অংশ থেকে চারটি পডকাস্ট সবার জন্য উন্মুক্ত করা হয়, যা দূতাবাসের ওয়েবসাইটে আছে।

অনুষ্ঠানের পরে রাষ্ট্রদূত, কূটনীতিক ও ডাচ অতিথিদের ‘হাসিনা: আ ডটার’স টেল’ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি