অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ছুঁয়ে যাও অনিন্দ্য সুন্দর’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৮ আগস্ট) সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ থেকে আগত অধ্যাপক চিকিৎসক অরূপ রতন চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানমালায় সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশন করেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে অরূপ রতন তাঁর মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্ন স্মরণীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেন।