জার্মানিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্যাপিত
ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানিতে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় কোথাও কোথাও উন্মুক্ত মাঠ বা পার্কে ঈদের জামাত হয়েছে। ঈদের জামাত ছাড়াও জার্মানপ্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে ঈদ উৎসবের আয়োজন করেছেন।
আজ রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন জামাতে মানুষের ঢল নামে। জার্মানিতে বাংলাদেশি অধ্যুষিত শহর হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট ও অফেনবাগ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সব থেকে বড় ঈদুল আজহার জামাতটি অনুষ্ঠিত হয়েছে সালবাউ গ্রিসহাইম মিলনায়তনে। সেখানে পাঁচ শতাধিক মানুষে ঈদের জামাতে অংশ গ্রহণ করে।
হ্যানোভার শহরে সব থেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ভিলহেলম বুশ মিউজিয়ামের উন্মুক্ত মাঠে। এই ঈদের জামাতে বিভিন্ন দেশের প্রায় হাজার খানেক মানুষ একত্রে নামাজ পড়েছেন। এই জামাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ঈদের জামাতে শরিক হন। সেখানে নামাজ শেষে মিষ্টি ও খেজুর বিতরণ করা হয়।
ফ্রাঙ্কফুর্ট ছাড়াও মিউনিখ, স্টুর্টগার্ট, হামবুর্গ, কোলন, ডুসেলডর্ফ, হ্যানোভারসহ নানা শহরে প্রবাসী বাংলাদেশিরা নানা ভাবে ঈদ উৎসবের আয়োজন করেছেন।
জার্মানিতে ৫০ লাখের বেশি মুসলমানের বাস।