বিরাট প্রশংসায় ক্রিকেট–বিশ্ব!
ভারত-পাকিস্তান ম্যাচের রেশ কিছুতেই যেন শেষ হচ্ছে না। মেলবোর্নে হাইভোল্টেজ ম্যাচে কোহলির লড়াই অসাধারণ। কোহলির ৫৩ বলে ৮২ রানের ইনিংসটিতে কিছুটা হলেও আড়াল হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রানের ইনিংসটি।
বিরাট কোহলির ৮২ রানের ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয়। বিরাটের ব্যাটে পাকিস্তানকে হারানোর পর আগাম দীপাবলির উৎসবে মেতে উঠে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বিরাটের প্রশংসা। জয়ের পর বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকারও। তিনি লেখেন, ‘জীবনের সেরা ইনিংস বিরাট। তোমার খেলা দেখা বড় পাওনা। ১৯তম ওভারে রউফের বলে ব্যাকফুটে ছয়, অসাধারণ।’
টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান সৌরভ গাঙ্গুলীও। তিনি বলেন, ‘বিরাট কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার।’
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই, আর দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’ কোহলির দায়িত্বশীল ইনিংস দেখে মুগ্ধ পুরো ক্রিকেট–বিশ্ব। মুগ্ধ হয়েছেন ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। কোহলির প্রশংসা করে সাবেক সফল এই অধিনায়ক বলেন, ‘উইকেট পড়ে গেলে খেলা নতুন করে সাজানো ও স্ট্রাইক রোটেট করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময়মতো কাউন্টার অ্যাটাক করা, তা–ও এত সুন্দর করে, কী পরিমাণ আত্মবিশ্বাস নিজের প্রতি।’
সদ্যই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাংলাদেশের মুশফিকুর রহিম লিখেছেন, ‘চ্যাম্পিয়নরা বিধ্বংসীভাবেই ফিরে আসে। অভিনন্দন বিরাট কোহলি। তুমি আমার চোখে সর্বকালের সেরা।’